তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো সোনালী আঁশ, দেশ গার্মেন্টস ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো সোনালী আঁশ, দেশ গার্মেন্টস ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সোনালী আঁশকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। দেশ গার্মেন্টসের পর্ষদ গত ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় জেড থেকে বি ক্যাটাগরিতে এবং ফেডারেল ইন্স্যুরেন্সের পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় জেড থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। গতকাল কোম্পানিগুলোর পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।

এদিন জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়ায় সোনালী আঁশের শেয়ারদর কমেছে ১৯ টাকা ৫৯ পয়সা বা ৬ দশমিক শূন্য ২ শতাংশ। দেশ গার্মেন্টসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৭ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। 

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে সাত কার্যদিবসের মধ্যে কোম্পানিগুলোকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

আরও