এডিএন টেলিকম ও টেলেস্যাট লাইটস্পিডের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিশ্বের সবচেয়ে বড় ও উদ্ভাবনী স্যাটেলাইট অপারেটরগুলোর একটি টেলেস্যাট।

বিশ্বের সবচেয়ে বড় ও উদ্ভাবনী স্যাটেলাইট অপারেটরগুলোর একটি টেলেস্যাট। অন্যদিকে এডিএন টেলিকম লিমিটেড একটি শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি, যারা বাংলাদেশে সর্বশেষ ডিজিটাল যোগাযোগ এবং স্যাটেলাইট সেবা প্রদান করছে। প্রতিষ্ঠান দুটি সম্প্রতি নিজেদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তারা যৌথভাবে ঘোষণা করেছে যে টেলেস্যাট লাইটস্পিড লো আর্থ অরবিট (এলইও) সংযোগ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মধ্যে প্রদান করবে।

স্যাটেলাইট অপারেশন ও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ৫৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন টেলেস্যাট তাদের অত্যাধুনিক এলইও নেটওয়ার্ক ডিজাইন করেছে, যা টেলিকম, এন্টারপ্রাইজ এবং সরকারি গ্রাহকদের মিশন-কিরিটি সংযোগের প্রয়োজনীয়তা পূরণ করবে। সম্পূর্ণভাবে তহবিলপ্রাপ্ত টেলেস্যাট লাইটস্পিড কনস্টেলেশনটি সফলভাবে এগিয়ে চলেছে। আগামী বছরের দ্বিতীয়ার্ধে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।

এ অংশীদারত্বের মাধ্যমে টেলেস্যাট লাইটস্পিড সেবা ও একটি স্মার্ট ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (ভিএনও) ক্ষমতা প্রদান করবে, যা এডিএন টেলিকমকে তাদের এন্টারপ্রাইজ, সামুদ্রিক এবং সরকারি গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও কাস্টমাইজড সংযোগ পরিচালনা এবং প্রদান করতে সহায়তা করবে।

এডিএন টেলিকম টেলেস্যাট লাইটস্পিড সেবার প্রাথমিক ক্ষেত্র পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৭ সালের শেষ দিকে সম্পূর্ণ সেবা দেয়া শুরু করবে।

টেলেস্যাটের চিফ কমার্শিয়াল অফিসার গ্লেন ক্যাটজ বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখার জন্য এডিএন টেলিকমকে ধন্যবাদ জানাই। তাদের অপারেশন উন্নত করতে এবং লাভজনক ও দীর্ঘমেয়াদি বৃদ্ধির জন্য মাল্টি-জিপিবিপিএস সংযোগসহ অনন্য সেবা দিতে পেরে আমরা সম্মানিত।’

এডিএন টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, টেলেস্যাট লাইটস্পিড সেবাগুলো সবচেয়ে নমনীয়, নিরাপদ ও স্থিতিশীল আর্কিটেকচার প্রদান করবে, যা আমাদের ভবিষ্যৎ অফারিংগুলোকে শক্তিশালী করবে।’ —বিজ্ঞপ্তি

আরও