জেমিনির রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডের রাইট শেয়ার ইস্যুতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডের রাইট শেয়ার ইস্যুতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১২৮ কোটি ২০ লাখ ৯৩ হাজার ২০০ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানিটি বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল। এজন্য কোম্পানিটি ৫০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করেছিল ৬০ টাকা। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়িয়ে বিদ্যমান উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও মুনাফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। 

চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৩ পয়সা।

আরও