জুলাই-সেপ্টেম্বর

জেনারেল মোটরসের বিক্রি কমলেও ইভি খাতে সুখবর

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গাড়ি বিক্রিতে পতন দেখেছে জেনারেল মোটরস (জিএম)।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গাড়ি বিক্রিতে পতন দেখেছে জেনারেল মোটরস (জিএম) তবে তা পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো অবস্থান নির্দেশ করছে। সময় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে কোম্পানির আয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর সিএনবিসি।

ডেট্রয়েটভিত্তিক অটোমেকার সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ২০২৩ সালের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কম গাড়ি বিক্রি করেছে। সময় বিক্রি হয়েছে লাখ ৫৯ হাজার ৬০১ ইউনিট গাড়ি।

এর আগে খাতসংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান কক্স অটোমোটিভ এডমন্ডস জানিয়েছিল, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিএমের বিক্রি কমবে শতাংশ। সে তুলনায় কম পতন দেখল মার্কিন অটো জায়ান্ট। তবে সামগ্রিক গাড়ি শিল্পের সঙ্গে তৃতীয় প্রান্তিকে জিএমের বিক্রি সামঞ্জস্যপূর্ণ ছিল। বছরের শুরুর দিকে কক্স অটোমোটিভ এডমন্ডস পূর্বাভাসে বলেছিল, ২০২৪ সালে মার্কিন গাড়ির বাজার শতাংশ সংকুচিত হবে।

সর্বশেষ প্রান্তিকে পুরনো ধাঁচের গাড়ির বিক্রি কমলেও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে জিএম। ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রযুক্তির গাড়ি বিক্রি ৬০ শতাংশ বেড়ে ৩২ হাজার ১০০ ইউনিটের মতো হয়েছে। ঊর্ধ্বগতি সত্ত্বেও জিএমের তৃতীয় প্রান্তিকের মোট আয়ের দশমিক শতাংশের প্রতিনিধিত্ব করছে ইভি।

জিএমের পূর্বাভাস অনুসারে, যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে কোম্পানিটির হিস্যা দশমিক শতাংশ, যা বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় শতাংশীয় পয়েন্ট বেশি।

ইভি খাতের প্রথম ধাপে বেশকিছু নতুন মডেলের ঘোষণা দিয়েছিল জিএম। কিন্তু সে লক্ষ্যের বড় অংশ থেকে পিছু হটে কোম্পানিটি। এর বদলে হাইব্রিড ধাঁচের গাড়িতে মনোযোগ বাড়ায়। তবে সাম্প্রতিক প্রান্তিকে বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি বৃদ্ধি জিএমের জন্য ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে। ইভির বিস্তৃত বিক্রির জন্য এখনো দাম বড় বাধা হিসেবে কাজ করছে। জিএম এর ব্যতিক্রম নয়। কারণ জেনারেল মোটরসের ধাঁচের মডেলগুলোর সর্বনিম্ন দাম ৩৫ হাজার ডলার, আর সর্বোচ্চ লাখ ডলারের চেয়ে বেশি।

আরও