এয়ারব্যাগ ত্রুটির কারণে ১০ লাখ গাড়ি প্রত্যাহার টয়োটার

এয়ারব্যাগ ত্রুটির কারণে টয়োটা তাদের বিশ্বব্যাপী ১০ লাখ ২০ হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রত্যাহারকৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০২০ থেকে ২০২২ সালের বাজারে আসা কিছু মডেল। খবর স্কাই নিউজ।

এয়ারব্যাগ ত্রুটির কারণে টয়োটা তাদের বিশ্বব্যাপী ১০ লাখ ২০ হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রত্যাহারকৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০২০ থেকে ২০২২ সালের বাজারে আসা কিছু মডেল। খবর স্কাই নিউজ।

মডেলগুলো হলো— অ্যাভালন, করোলা, আরএভি৪, লেক্সাস ইএস২৫০, ইএস৩০০এইচ, ইএস৩৫০, আরএক্স৩৫০ হাইল্যান্ডার ও সিয়েনা হাইব্রিড। এ মডেলের গাড়িগুলোতে অকুপ্যান্ট ক্লাসিফিকেশন সিস্টেম (ওসিএস) সেন্সরে ত্রুটি রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

এই মডেলগুলোর সেন্সরে একটি শর্ট সার্কিটের কারণে তাদের এয়ারব্যাগগুলো সঠিকভাবে স্থাপন করতে পারে না। যদি কোনো অপ্রাপ্তবয়স্ক বা শিশু সামনের সিটে বসে থাকে তবে এয়ারব্যাগগুলো কাজ করছে না। 

টয়োটা ও লেক্সাস টয়োটা মোটর করপোরেশনের মালিকানাধীন ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মডেলগুলোর ওসিএস সেন্সরগুলো পরিদর্শন করবে এবং প্রয়োজন অনুসারে বিনা খরচে তা প্রতিস্থাপন করবে।

গাড়িগুলো প্রত্যাহার করা হলে ২০২৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের অবহিত করবে। এর আগেও প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের তিন হাজার ৫০০ আরএভি৪ মডেলের গাড়ি প্রত্যাহার করে। সেগুলোতেও ওসিএস সেন্সর কাজ করতো না। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গাড়ির সামনের এয়ারব্যাগের কারণে আমেরিকায় ৩০ বছরে পঞ্চাশ হাজারেরও বেশি জীবন রক্ষা পেয়েছে। 

আরও