জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ দুই স্থানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটির মোট খরচ হবে সাড়ে ১১ কোটি টাকার বেশি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, কোম্পানিটি বসুন্ধরা ও বারিধারা এলাকায় ১২ দশমিক ২৫ কাঠার রেসিডেন্সিয়াল প্লট কিনবে। কোম্পানিটির এ জমি কিনতে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি কাঠা জমির মূল্য ৯৪ লাখ টাকা। এছাড়া নারায়ণগঞ্জের কাঁচপুরে কোম্পানিটির বিস্কুট ও কনফেকশনারি কারখানাসংলগ্ন ৬ দশমিক ১৩ ডেসিমল জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জমি কিনতে কোম্পানিটির খরচ হবে ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। প্রতি ডেসিমল জমির মূল্য আড়াই লাখ টাকা।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৭ টাকা ৩০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকায়।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮০২ কোটি ১৯ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। এর মধ্যে ৪৬ দশমিক ৭৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২৩ দশমিক ৯৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১১ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও