দেড় শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শুরুতে গতকাল সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। অন্যদিকে গতকাল দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী।

বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সূচক ইতিবাচক ছিল। বেলা ১২টার পর শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫ শতাংশ বা ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৬৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২২১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯১ পয়েন্ট।

গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স ও গ্রামীণফোনের শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত ছিল ৫৬টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে ৩৬৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩১৬ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ১৭ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৮ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৬ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ৬ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর ৬ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত।

গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষ ছিল সিরামিক, কাগজ ও চামড়া খাত। এসব খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১ দশমিক ৮, দশমিক ৮ ও দশমিক ৫ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল পাট, সিমেন্ট ও ব্যাংক খাত। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৩ দশমিক ৫, ৩ দশমিক ৩ ও ২ দশমিক ১ শতাংশ।

এদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৭১ পয়েন্ট কমে ৯ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ২০৫ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১০৫ পয়েন্ট কমে ১৫ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৫ হাজার ২৭২ পয়েন্ট।

এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর। গতকাল সিএসইতে ৯ কোটি ৬৪ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ কোটি ৮৯ লাখ টাকা।

আরও