বিদেশী দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলরদের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সভা অনুষ্ঠিত

বাংলাদেশস্থ বিদেশী দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলরদের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক আসন্ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ উপলক্ষে গৃহীত নানাবিধ পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে অধিকতর কার্যকর করার বিষয়ে পরামর্শ আহ্বান করা হয়। বিদেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণ সহজতর করার উদ্দেশ্যে ট্যারিফ ও কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়টি তুলে ধরা হয়। এছাড়াও এ ধরনের মেলায় অংশগ্রহণ সফল করার জন্য বিভিন্ন দেশের ট্রেড বডির সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণসহ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপনের বিষয়ে অভিমত ব্যক্ত করা হয়।

বিভিন্ন দেশে অনুষ্ঠিত বা আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার অনুকরণে ডিআইটিএফের আয়োজনকে আরো সমৃদ্ধকরণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি বিটুবির ভিত্তিতে বিভিন্ন টেকনোলজিক্যাল ইনোভেশন সংক্রান্ত প্রদর্শনীর জন্য ইন্ডাস্ট্রি ফেয়ার আয়োজন এবং বাংলাদেশী কোম্পানিগুলোকে ই-কমার্স প্ল্যাটফর্মে অধিকতর সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান উপস্থিত সব কমার্শিয়াল কাউন্সেলরদের তাদের দেশের পণ্য চাহিদা এবং এসব পণ্য রফতানির ক্ষেত্রে কমপ্লায়েন্স ইস্যু সম্পর্কে ব্যুরোকে অবহিত করার অনুরোধ জানান। বিদেশী স্টলগুলোর জন্য আলাদা প্যাভিলিয়ন বরাদ্দ প্রদান করে মাসব্যাপী ডিআইটিএফ-এ বিদেশীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রোটেশনের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করে কান্ট্রি প্যাভিলিয়নে অংশগ্রহণের বিষয়ে প্রস্তাব করা হয়। এছাড়া ইপিবির সঙ্গে অন্যান্য বিদেশী রাষ্ট্রের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের (টিপিও) যোগাযোগ এবং সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি আলোচনা করা হয়।

আরও