বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সম্প্রতি ‘দ্য গ্রেট কামব্যাক’ শীর্ষক এক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। ফ্যাশন স্টাডিজ বিভাগের এ আয়োজনে সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলো ফ্যাশন, নাটক ও নৃত্যের মিশ্রণে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও জায়ান্ট গ্রুপের এমডি ফারুক হাসান এবং সদস্য ও টিম গ্রুপের এমডি আব্দুল্লাহ হিল রাকিব ও শারমিন হাসান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, এমইউ বিগডাটা টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও লুও জিয়ানজুন এবং অংশীদার ও সিএমও ঝু লিনহাই। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন বিইউএফটির ফ্যাশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া তাসনিম পিয়া। —বিজ্ঞপ্তি