ভারত থেকে অয়েলমিল রফতানি কমেছে ২৩%

ভারত থেকে অয়েলমিলের রফতানি কমেছে। চলতি বছরের জুলাইয়ে দেশটি থেকে ১ লাখ ৬৬ হাজার ৩০১ টন অয়েলমিল রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম। সে সময় দেশটি থেকে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ২ লাখ ১৫ হাজার ৭১৬ টন। ভারতের সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের (এসইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর কমোডিটি অনলাইন ও ইকোনমিক টাইমস।

মুম্বাইভিত্তিক এসইএ এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল-জুলাই দেশটি থেকে সব মিলিয়ে ৮ লাখ ৫১ হাজার ৭০ টন অয়েলমিল রফতানি হয়েছে। গত বছরের একই সময়ে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ৯ লাখ ৬৬ হাজার ৮৭৪ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পণ্যটির রফতানি কমেছে ১২ শতাংশ।

এপ্রিল-জুলাই ভারত থেকে ভিয়েতনামের অয়েলমিল আমদানির পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৮৮৯ টন। যেখানে গত বছরের একই সময় ভিয়েতনামের আমদানির পরিমাণ ছিল ২ লাখ ২৮ হাজার ৬২৭ টন। এ বছর ভারত থেকে দেশটি ১ হাজার ৮৯২ টন সয়াবিন মিল, ৭১ হাজার ৬৮৩ টন সরিষা মিল ও ৪৭ হাজার ৩১৪ টন রাইস ব্রান অয়েল আহরণের পর অবশিষ্টাংশ আমদানি করেছিল।

এসইএ এর প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে ভারত থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে ৩ লাখ ৬৫ হাজার ৬৫২ টন অয়েলমিল রফতানি হয়েছিল।

আর এ সময় ভারত থেকে থাইল্যান্ডে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৭ হাজার ৬০৭ টন। যেখানে গত বছরের একই সময় দেশটিতে পণ্যটির রফতানির পরিমাণ ছিল ১ লাখ ২৯ হাজার ৬৬১ টন।

আরও