হোয়াইট হাউজে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে নতুন রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর থেকেই বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার পুঁজিবাজারে টানা দরপতন ঘটছে। এর প্রভাবে দেশের পুঁজিবাজারেও গতকাল সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মার্কিন শুল্কের প্রভাবে গতকাল লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। অনিশ্চয়তায় ভোগা বিনিয়োগকারীরা লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রিতে ঝুঁকে পড়েন। শেয়ার বিক্রির চাপে লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটেই ৪৫ পয়েন্ট হারায় সূচক। তবে খাতভিত্তিক কিছু শেয়ারের দাম কম হওয়ায় শেয়ার কেনার চাপ বাড়তে থাকে। ফলে দিনশেষে দরপতনের তীব্রতা কমে আসে।
দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল সামান্য কমে ১ হাজার ১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক ও বিচ হ্যাচারির শেয়ার।
ডিএসইতে গতকাল ৪১৫ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩১৫ কোটি ১০ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৬২ আর অপরিবর্তিত ছিল ৩৬টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ব্যাংক খাত ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের দখলে ছিল লেনদেনের ৮ শতাংশ।
গতকাল ডিএসইতে খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ৬ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৪ এবং ওষুধ ও রসায়ন খাতে ১ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন বস্ত্র খাতে ৩ দশমিক ৯ শতাংশ, পাট খাতে ২ দশমিক ১ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১১ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৯ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর। গতকাল সিএসইতে ১০ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭ কোটি টাকা।