ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে মসলাপণ্যটির আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে মসলাপণ্যটির আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে। দেশের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় পণ্যটির আমদানি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। 

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ বন্দর দিয়ে মোট আদা আমদানি হয়েছে ৪৮৮ টন, যার আমদানি মূল্য ছিল ৫ কোটি ৮৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানি ছিল ১৬ টন, যার আমদানি মূল্য ছিল ১৭ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, পণ্যটির আমদানি বেড়েছে ৪৭২ টন।

এদিকে পণ্যটির আমদানি বাড়লেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। আদার দাম ঊর্ধ্বমুখীই রয়ে গেছে। 

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বণিক বার্তাকে জানান, সম্প্রতি দেশের বাজারে চাহিদা বেশি থাকায় তার প্রতিষ্ঠানে আদার আমদানি বাড়ানো হয়েছে। তবে আমদানি বাড়লেও পণ্যটির দাম কমেনি। 

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় আড়ত মেসার্স মামা-ভাগ্না ভাণ্ডারে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ২৮০-৩০০ টাকায়। ১৫-২০ দিন আগেও যা ছিল কেজিপ্রতি ২৫০ টাকা।

আরও