স্বর্ণের দাম নিয়ে আগে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে গোল্ডম্যান স্যাকস। আগে ৩ হাজার ৩০০ ডলারের আভাস দেয়া হলেও এখন বলা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ আউন্সপ্রতি দাম ৩ হাজার ৭০০ ডলারে চড়তে পারে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হচ্ছে, স্বর্ণের দাম ৩ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৯৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে, এ হিসাবের ভিত্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রত্যাশার তুলনায় স্বর্ণের চাহিদা চাহিদা বৃদ্ধি এবং মন্দার ঝুঁকির কারণে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (এটিএফ) প্রবাহ বাড়ায় পূর্বাভাস সংশোধন করেছে বলে জানিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংকটি।
শুক্রবার এক নোটে গোল্ডম্যান স্যাকস বলেছে, ‘যদি মন্দা দেখা দেয়, তাহলে ইটিএফ প্রবাহ আরো গতিশীল হতে পারে এবং বছরের শেষে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮৮০ ডলার পর্যন্ত উঠতে পারে।’
আরো বলা হয়, নীতিগত অনিশ্চয়তা কমে প্রত্যাশার তুলনায় প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হলে ইটিএফ প্রবাহ সুদহারের ভিত্তিতে নির্ধারিত পূর্বাভাসে ফিরে যাবে এবং বছরের শেষ নাগাদ মূল্য আউন্সপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫০ ডলারের কাছাকাছি থাকবে।
সর্বশেষ শুল্ক ঘোষণায় স্মার্টফোন ও কম্পিউটারকে রেসিপ্রোকাল ট্যারিফ থেকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব পণ্যে ভবিষ্যতে শুল্ক আরোপের বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
এদিকে সোমবার স্পট গোল্ডের দাম আবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, আউন্সপ্রতি ৩ হাজার ২৪৫ ডলার ৪২ সেন্টে বিক্রি হলেও চলমান শুল্ক পরিস্থিতি নিয়ে বাজারে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।
কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের চাহিদার পূর্বাভাসও সামান্য বাড়িয়েছে গোল্ডম্যান স্যকস। এর আগে প্রতি মাসে ৭০ টন স্বর্ণের চাহিদা দিলেও তা সংশোধন করে ৮০ টনে উন্নীত করা হয়েছে।