ইবনে সিনা ফার্মার ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। গতকাল ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা, আগের বছরে যা ছিল ১৯ টাকা ৩৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ৯৪ পয়সা।

এদিকে ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৪ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর।

২০২২-২৩ হিসাব বছরে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮৩ টাকা ৩৬ পয়সা।  ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায়  ৮৩ টাকা ৩৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।

 সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইবনে সিনা ফার্মা। ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৮ দশমিক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পান কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। আগের হিসাব বছরে ৩০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৬-১৭ হিসাব বছরে ১০ শতাংশ স্টকের পাশাপাশি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

১৯৮৯ সালে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭। এর মধ্যে ৪৪ দশমিক ৬৭ শতাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালক, ২২ দশমিক ৭৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩২ দশমিক ৫৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

গতকাল কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৩২৯ টাকা ৪০ পয়সায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ২২৩ টাকা ৫০ থেকে ৩৮৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

আরও