পঞ্চগড়ে চা বোর্ডের চেয়ারম্যান

চা কালোবাজারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

চাষীদের সঠিক মূল্য পাওয়া নিশ্চিত করতে অকশন প্রাইস ও ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম।

চাষীদের সঠিক মূল্য পাওয়া নিশ্চিত করতে অকশন প্রাইস ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘কোনোভাবে কাঁচা চা পাতার দাম কর্তন করা যাবে না। পঞ্চগড়ের চা এখন বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। তবে চা পাতা কালোবাজারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গতকাল দুপুরে উত্তরাঞ্চলের চা শিল্পে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে পঞ্চগড়েচায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় চা আইন-২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় চা নিয়ে সমস্যা-সম্ভাবনা চা চাষীদের সঠিক দাম না পাওয়া এবং বিভিন্ন বিষয়সহ সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়।

কর্মশালায় পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, স্মল টি গার্ডেন অনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, বটলিফ টি কারখানার সভাপতি সৈয়দ আবুল মনসুর, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও