পুঁজিবাজারের সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সংস্কারের রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘কমিশন পুঁজিবাজারের সংস্কারে টাস্কফোর্স করেছে। বিশ্বমানের যুগোপযোগী সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারের সমস্যার টেকসই ও নিশ্চিত সমাধানে কাজ করছে।’
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ, বিএসইসির কর্মকর্তা এবং ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তথা শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূচনা বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘দেশের পুঁজিবাজারের পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে আমরা বাজারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আশা রাখছি। বাজারে মধ্যস্থতাকারীদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’ এছাড়া তিনি সিকিউরিটিজ আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করার মাধ্যমে সব অনিয়ম দূর করে দেশের পুঁজিবাজারকে বিশ্বমানের ও মেধাভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ব্রোকারেজ হাউজগুলোর শীর্ষ প্রতিনিধিরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বিদ্যমান বিভিন্ন আইন ও বিধির প্রয়োজনীয় সংস্কার আনয়ন, বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তিসম্পন্ন ও সরকারি মালিকানাধীন কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, তালিকাভুক্তিতে উৎসাহ বাড়াতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্যে সংস্কার আনয়ন, মার্জিন রুলের পুনর্বিবেচনা ও সংস্কার, স্বতন্ত্র পরিচালক সংক্রান্ত নীতিমালা তৈরি ও তাদের দায়িত্বশীলতা বৃদ্ধি, পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মুলধনি আয় ও লভ্যাংশের ওপর আরোপিত করের ক্ষেত্রে সংস্কার আনয়ন, বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণসহ নানা প্রস্তাবনা উত্থাপন করা হয়।