মেক্সিকোয় বাড়তে পারে শস্য উৎপাদন

মেক্সিকোয় বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিক গড়ের তুলনায় বেশি। এতে দেশটির কৃষিখাতে খরাজনিত বিপর্যকর পরিস্থিতি থেকে উত্তোরণের সম্ভাবনা তৈরি হয়েছে।

মেক্সিকোয় বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিক গড়ের তুলনায় বেশি। এতে দেশটির কৃষিখাতে খরাজনিত বিপর্যকর পরিস্থিতি থেকে উত্তোরণের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে শস্য উৎপাদন বাড়তে পারে দেশটিতে। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্টের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ড-গ্রেইনডটকম। 

এফএএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মেক্সিকোয় ২ কোটি ৫০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। চাল উৎপাদন বাড়তে পারে গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ। উৎপাদন পৌঁছতে পারে ১ লাখ ৬০ হাজার টনে। সরগম উৎপাদন ৪ শতাংশ বেড়ে ৪৭ লাখ টন হতে পারে। 

তবে পূর্বাভাসে এফএএস জানায়, ২০২৪-২৫ অর্থবছরে মেক্সিকোয় গম উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ কমে যেতে পারে। 

এ সময় মোট উৎপাদন দাঁড়াতে পারে ২৬ লাখ টনে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধান উৎপাদনকারী এলাকায় দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতি দেশটির গম উৎপাদনে প্রভাব ফেলবে।

আরও