ইউরোমানি অ্যাওয়ার্ডস পেল শান্তা ইকুইটি

চলতি বছর ইউরোমানি সিকিউরিটিজ হাউজেস অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ফর ইকুইটিজ ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে শান্তা ইকুইটি।

চলতি বছর ইউরোমানি সিকিউরিটিজ হাউজেস অ্যাওয়ার্ডসেবেস্ট ফর ইকুইটিজ ইন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে শান্তা ইকুইটি।

ইউরোমানি মূলত লন্ডনভিত্তিক অর্থ বাণিজ্যবিষয়ক একটি মাসিক ম্যাগাজিন। বিশ্বব্যাপী ব্যাংকিং পুঁজিবাজার নিয়ে সংবাদ পরিবেশন ছাড়াও প্রতি বছর তারা ইউরোমানি সিকিউরিটিজ হাউজেস অ্যাওয়ার্ডসের মাধ্যমে বিভিন্ন দেশের পুঁজিবাজারে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে। শান্তা ইকুইটি ২০২২ সালের জানুয়ারিতে তাদের কার্যক্রম শুরু করে। উদ্ভাবনী করপোরেট অ্যাডভাইজরি কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোমানি অ্যাওয়ার্ড প্রসঙ্গে শান্তা ইকুইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুবায়েত--ফেরদৌস বলেন, ‘ইউরোমানি থেকে আমাদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়ে আমরা অনুপ্রাণিত! সামনের দিনগুলোয় আমরা আমাদের বিনিয়োগকারী অংশীদারদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আরো বেশি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।বিজ্ঞপ্তি

আরও