জিএলএস বাল্ব উৎপাদন বন্ধের ঘোষণা

কারখানার নতুন উৎপাদন লাইন স্থাপন করবে বিডি ল্যাম্পস

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড জিএলএস বাল্ব উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড জিএলএস বাল্ব উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানিটি তাদের কারখানায় নতুন একটি উৎপাদন লাইন স্থাপন করবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

তথ্য অনুযায়ী, নরসিংদীর ঘাশিরদিয়া, শাসপুর ও শিবপুর পিএসে অবস্থিত কারখানায় টিউবলাইটের প্লাস্টিক যন্ত্রাংশ তৈরি করতে উৎপাদন লাইন স্থাপন করবে বিডি ল্যাম্পস। এ প্রকল্পের প্রত্যাশিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা। প্রকল্পটি ব্যাংক ঋণের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়া কোম্পানিটির পর্ষদ জিএলএস বাল্ব উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং জিএলএস বাল্ব বাইরে থেকে এনে সরবরাহ করবে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ২৫ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৮৬ টাকা ৩৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিডি ল্যাম্পস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১০ পয়সা।

২০২০-২১ হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৫ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ টাকা ৮৮ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিডি ল্যাম্পস।

১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৬ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৫১। এর মধ্যে ৬১ দশমিক ৮৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে ৬ দশমিক ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৩১ দশমিক ৫১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল বিডি ল্যাম্পস শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫২ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৫২ টাকা ২০ থেকে ৩৯৪ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও