তিন হাজার কর্মী ছাঁটাই করছে সিভিএস হেলথ

আয়ের তুলনায় অতিরিক্ত খরচের ধাক্কা সামাল দিতে প্রায় তিন হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে মার্কিন স্বাস্থ্য খাতের অন্যতম কোম্পানি সিভিএস হেলথ।

আয়ের তুলনায় অতিরিক্ত খরচের ধাক্কা সামাল দিতে প্রায় তিন হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে মার্কিন স্বাস্থ্য খাতের অন্যতম কোম্পানি সিভিএস হেলথ। খবর সিএনএন।

সম্প্রতি প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, অতিরিক্ত খরচ কমানো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে কয়েক বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে সিভিএস। এতে কোম্পানিটির ২০০ কোটি ডলার সাশ্রয় হবে।

এ পরিকল্পনার আওতায় সিভিএস হেলথের ২ হাজার ৯০০ জনের মতো কর্মী বাদ পড়ছেন, যা কোম্পানির মোট জনশক্তির ১ শতাংশের কম।

কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে করপোরেট খাতে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। এতে স্টোর, ফার্মেসি বা বিতরণ কেন্দ্রের মতো সম্মুখ সারির পরিষেবা প্রভাবিত হবে না।

যুক্তরাষ্ট্রজুড়ে পরিষেবাদাতা কোম্পানিটি আগেও কর্মী কমিয়েছে। গত বছর সিভিএসের পাঁচ হাজারের মতো জনশক্তি ছাঁটাই করেছে। শুধু কর্মী নয় ব্যবসা সংকোচনের সিদ্ধান্তও নিয়েছিল স্বাস্থ্য খাতের এ কোম্পানি। ২০২১ সালে সিভিএস জানিয়েছিল, ২০২২ ও ২০২৪ সালের মাঝে ৯০০ স্টোর বন্ধ করে দেবে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, ‘আমাদের এ শিল্প ক্রমাগত প্রতিবন্ধকতা, নিয়ন্ত্রক চাপ এবং পরিবর্তিত ভোক্তা চাহিদা ও প্রত্যাশার মুখোমুখি হচ্ছে।’

খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, প্রেসক্রিপশনের মাধ্যমে প্রস্তাব করা ওষুধ বিক্রিতে সমস্যায় পড়ছে কোম্পানিগুলো। এক্ষেত্রে ওষুধের মূল্য পরিশোধ করে বীমা ও সরকারি সংস্থাগুলো। যেকোনো ধরনের মূল্য ওঠানামার কারণে সিভিএসের মতো সংস্থার আয় কমে যায়। 

এছাড়া যুক্তরাষ্ট্রে ফার্মেসিতে রাখা স্ন্যাকস ও গৃহস্থালি পণ্যের বিক্রি কম লাভজনক হয়ে উঠেছে। কারণ ক্রেতারা অনলাইনে অর্ডার করে সহজ ও ছাড়ে অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও কস্টকোর মতো চেইন থেকে পণ্য কিনতে পারছেন। গ্রামীণ এলাকায় ডলার জেনারেলের মতো ডিসকাউন্ট শপের বৃদ্ধিও ওষুধ চেইনকেও প্রভাবিত করছে।

বিক্রি কমে যাওয়ায় সিভিএস হেলথ আগস্টে তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়ের পূর্বাভাস কমিয়ে এনেছে। পাশাপাশি গ্লেনভিউ ক্যাপিটালের মতো বিনিয়োগকারীরা পরিচালনায় পরিবর্তন আনতে চাপ দিয়ে যাচ্ছে।

সিভিএসের বর্তমান বাজারমূল্য প্রায় ৭ হাজার ৯০০ কোটি ডলার। গত ডিসেম্বরের হিসাবে দীর্ঘমেয়াদে কোম্পানির ৫ হাজার ৮০০ কোটি ডলার ঋণ রয়েছে। গত আগস্টে শেয়ারপ্রতি বার্ষিক মুনাফার পূর্বাভাস ৬ ডলার ৬৫ সেন্ট থেকে নামিয়ে ৬ ডলার ৪০ সেন্ট করা হয়। এর আগে আরেক দফায় শেয়ারপ্রতি মুনাফা ৭ ডলার থেকে নামিয়ে আনা হয়েছিল।

আরও