মিরসরাইয়ে বেড়েছে ব্যাংকিং লেনদেন

চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক দিনের তুলনায় বেড়েছে ব্যাংকিং লেনদেন। উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখাগুলোয় ভিড় করছেন গ্রাহক।

চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক দিনের তুলনায় বেড়েছে ব্যাংকিং লেনদেন। উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখাগুলোয় ভিড় করছেন গ্রাহক। গতকাল উপজেলার বিভিন্ন ব্যাংক ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

মিরসরাই উপজেলায় পূবালী ব্যাংকের তিনটি শাখা ও তিনটি উপশাখা রয়েছে। এগুলোয় অন্যান্য দিনের তুলনায় গতকাল লেনদেন বেড়েছে বলে জানিয়েছেন বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ধীরে ধীরে লেনদেন বাড়ছে। আমাদের সবগুলো শাখা ও উপশাখা খোলা রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক শাখাগুলোয় লেনদেন হচ্ছে।’ 

উপজেলায় অগ্রণী ব্যাংকের তিনটি শাখা রয়েছে। তবে কোনো উপশাখা নেই। ব্যাংকের মিরসরাই শাখার ব্যবস্থাপক তৌহিদুল হাসান বলেন, ‘আমাদের শাখাগুলোয় লেনদেন স্বাভাবিক রয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী লেনদেন হচ্ছে। ইন্টারনেট চালু হওয়ায় লেনদেনে কোনো অসুবিধা হচ্ছে না।’

মিরসরাই উপজেলায় রূপালী ব্যাংকের দুটি শাখা রয়েছে। ব্যাংকের আবুতোরাব শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের দুটি শাখায় অন্য দিনের মতো গতকাল লেনদেন হয়েছে। আমরা আগের মতোই গ্রাহকদের সেবা দিচ্ছি।’

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক, ইউসিবি, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, এনসিসি ব্যাংক পিএলসিসহ সবক’টিতে লেনদেন ছিল স্বাভাবিক।

আরও