যুক্তরাষ্ট্রকে টপকে যেতে পারে ব্রাজিল

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ব্রাজিলে শুরু হবে নতুন সয়াবিন মৌসুম। এ মৌসুমে  দেশটিতে সয়াবিনের আবাদ আগের মৌসুমের তুলনায় ২ শতাংশের বেশি বাড়তে পারে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা। এতে কৃষিপণ্যটির উৎপাদনও বাড়বে আগের বছরের তুলনায় সাড়ে ৬ শতাংশের বেশি। এমনকি এ সময়ে দেশটি বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্রকে টপকে যেতে পারে। খবর বিজনেস রেকর্ডার।

ব্রাজিলের একটি জরিপের তথ্য অনুযায়ী, নতুন মৌসুমে দেশটির মোট ৩ কোটি ৬৭ লাখ হেক্টর (৯ কোটি ৬৮ লাখ একর) জমিতে সয়াবিনের আবাদ হতে পারে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশের বেশি। এ সময় দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদনের পূর্বাভাস ধরা হয়েছে ১২ কোটি ২৮ লাখ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি। এদিকে নতুন মৌসুমে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ১০ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টন সয়াবিন উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সে হিসাবে নতুন মৌসুমে যুক্তরাষ্ট্রের চেয়ে ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার টন বেশি সয়াবিন উৎপাদন করে বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ হতে পারে ব্রাজিল।

আরও