এডাবের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (এডাব) ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরের সিবিসিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশ থেকে দুই শতাধিক সদস্য সংস্থার প্রতিনিধি অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন এডাবের চেয়ারপারসন আব্দুল মতিন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এডাবের পরিচালক এ কে এম জসীম উদ্দিন।

সভায় বিগত ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ও কর্মপরিকল্পনা অনুমোদিত হয়।

এ সময় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়। নির্বাচনে আনোয়ার হোসেন (নির্বাহী পরিচালক, হীড-বাংলাদেশ) সভাপতি, মো. আরিফুর রহমান (প্রধান নির্বাহী, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, চট্টগ্রাম) সহ-সভাপতি এবং কাজী বেবী (নির্বাহী পরিচালক, পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাকশন প্রোগ্রাম) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান।

নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন বলেন, এডাবের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে নতুন কমিটি সদস্য সংগঠনগুলোর সহযোগিতায় একসঙ্গে কাজ করবে।

উপস্থিত সদস্যরা চলমান বিভিন্ন সমস্যা মোকাবেলায় যেমন— এনজিওদের ভ্যাট-ট্যাক্সের সমস্যা, এনজিও বিষয়ক ব্যুরোর রেজিস্ট্রেশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রকল্পের শর্ত শিথীলকরণ, স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওগুলোর জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ফান্ডের সুযোগ করে দেয়া, এমআর রেজিস্ট্রেশনের শর্ত শিথিলকরণ ইত্যাদি সমস্যা সমাধানে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি লবিং বৃদ্ধি, এডাবের নিজস্ব ভবনের ব্যবস্থা, নারী ও প্রতিবন্ধীদের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও সাম্প্রদায়িক সম্পৃতি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডাবের ভাইস-চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম, জেসমিন সুলতানা পারু, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সুরেশ চন্দ্র হালদার এবং মো. নাসির উদ্দিন। —বিজ্ঞপ্তি

আরও