বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (এডাব) ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরের সিবিসিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা দেশ থেকে দুই শতাধিক সদস্য সংস্থার প্রতিনিধি অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন এডাবের চেয়ারপারসন আব্দুল মতিন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এডাবের পরিচালক এ কে এম জসীম উদ্দিন।
সভায় বিগত ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ও কর্মপরিকল্পনা অনুমোদিত হয়।
এ সময় ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়। নির্বাচনে আনোয়ার হোসেন (নির্বাহী পরিচালক, হীড-বাংলাদেশ) সভাপতি, মো. আরিফুর রহমান (প্রধান নির্বাহী, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, চট্টগ্রাম) সহ-সভাপতি এবং কাজী বেবী (নির্বাহী পরিচালক, পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাকশন প্রোগ্রাম) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান।
নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন বলেন, এডাবের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে নতুন কমিটি সদস্য সংগঠনগুলোর সহযোগিতায় একসঙ্গে কাজ করবে।
উপস্থিত সদস্যরা চলমান বিভিন্ন সমস্যা মোকাবেলায় যেমন— এনজিওদের ভ্যাট-ট্যাক্সের সমস্যা, এনজিও বিষয়ক ব্যুরোর রেজিস্ট্রেশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রকল্পের শর্ত শিথীলকরণ, স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওগুলোর জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ফান্ডের সুযোগ করে দেয়া, এমআর রেজিস্ট্রেশনের শর্ত শিথিলকরণ ইত্যাদি সমস্যা সমাধানে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি লবিং বৃদ্ধি, এডাবের নিজস্ব ভবনের ব্যবস্থা, নারী ও প্রতিবন্ধীদের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও সাম্প্রদায়িক সম্পৃতি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডাবের ভাইস-চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম, জেসমিন সুলতানা পারু, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সুরেশ চন্দ্র হালদার এবং মো. নাসির উদ্দিন। —বিজ্ঞপ্তি