আগস্টে ২১ মাসের মধ্যে সর্বোচ্চ সৌদি রিজার্ভ

সৌদি আরবের রিজার্ভ ২১ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল গত আগস্টে। ওই সময় মোট রিজার্ভ ছিল ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন সৌদি রিয়াল বা ৪৬ হাজার ৯৮ কোটি ডলার, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। খবর আরব নিউজ।

সৌদি সেন্ট্রাল ব্যাংক তথা এসএএমএ প্রকাশিত তথ্যানুযায়ী, এ রিজার্ভের মধ্যে রয়েছে স্বর্ণ, স্পেশাল ড্রয়িং রাইট (এসডিআর), আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিজার্ভ ও বৈদেশিক রিজার্ভ।

আগস্টে সৌদি রিজার্ভের ৯৫ শতাংশের উৎস ছিল বিদেশের ব্যাংকে থাকা নগদ বা বিভিন্ন দেশের মুদ্রা ও আমানত এবং বিদেশী সিকিউরিটিজে বিনিয়োগ। এর পরিমাণ ১ দশমিক ৬৭ ট্রিলিয়ন রিয়াল। এ বিভাগে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬ শতাংশ। এসডিআর ২ শতাংশ বেড়ে মোট রিজার্ভের ৫ শতাংশ হয়েছে এবং এর পরিমাণ ৭ হাজার ৯৩ কোটি রিয়াল।

বিশ্বে শীর্ষ রিজার্ভধারী দেশগুলোর অন্যতম সৌদি আরব। ফিচ রেটিং অনুসারে, গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির রিজার্ভ অন্তত দেড় বছরের বৈদেশিক ব্যয় পরিশোধের জন্য পর্যাপ্ত ছিল। উচ্চ রিজার্ভের এ অনুপাত বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও দেশটির বৈদেশিক ব্যয় মোকাবেলার সক্ষমতার বহিঃপ্রকাশ, পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনা বা অপরাপর সংকটে অর্থনৈতিক নিরাপত্তা দেয়। এছাড়া এ রিজার্ভ সক্ষমতা দেশটিকে জ্বালানি তেলের দামে যেকোনো পরিবর্তন সামলাতে সহায়তা করে।

উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা সফল করার জন্য সৌদি আরবে গুরুত্বপূর্ণ প্রভাবক হলো আর্থিক স্থিতিশীলতা। এটি ব্যাহত না করেই দেশটির এ মুহূর্তে প্রচুর বিদেশী বিনিয়োগ প্রয়োজন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সৌদির অর্থনৈতিক সামর্থ্য দেশটিকে বিদেশী বিনিয়োগ অর্জনে সহায়তা করবে।

আরও