যশোর চেম্বার অব কমার্স

মেয়াদ বাড়াল প্রশাসকের, ৪ মাসের মধ্যে নির্বাচন

যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেবনাথ স্বাক্ষরিত পত্রে প্রশাসকের মেয়াদ চার মাস (১২০ দিন) বাড়িয়ে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেবনাথ স্বাক্ষরিত পত্রে প্রশাসকের মেয়াদ চার মাস (১২০ দিন) বাড়িয়ে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া ভোট গ্রহণের ৯০ দিন আগে তিন সদস্যের নির্বাচনী বোর্ড গঠন এবং ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে বলা হয়েছে। এতে যশোর চেম্বারের নির্বাচন আয়োজনে আর কোনো বাধা থাকল না।

প্রসঙ্গে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চেম্বারের প্রশাসক এসএম শাহিন বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমার মেয়াদ বাড়ানোর চিঠি পেয়েছি। এখন চেম্বারের নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই। আশা করছি চার মাসের মধ্যে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক প্রভাব আদালতে মামলা থাকার কারণে গত এক যুগ যশোর চেম্বারের নির্বাচন হয় না। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান প্রশাসকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যশোরের ব্যবসায়ীরা অভিভাবকশূন্য অবস্থায় ছিলেন। সংগঠনটির দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের দাবি জানিয়ে এরই মধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।

আরও