প্রথম প্রান্তিক

ইনটেক লিমিটেডের নিট লোকসান কমেছে

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের ইনটেক লিমিটেডের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৪৬ লাখ ১৪ হাজার টাকা।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের ইনটেক লিমিটেডের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৪৬ লাখ ১৪ হাজার টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫১ লাখ ৫৭ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট লোকসান কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩৬ পয়সা। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইনটেকের পর্ষদ।

আরও