আমদানি কমায় সাতক্ষীরায় আদার দাম বেড়েছে

সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি কমে যাওয়ায় আদার দাম বেড়েছে। জেলার পাইকারি ও খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে মসলাপণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। গতকাল ভোমরা বন্দরের আমদানিকারক ও জেলার সুলতান বড়বাজারের মসলা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি কমে যাওয়ায় আদার দাম বেড়েছে। জেলার পাইকারি ও খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে মসলাপণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। গতকাল ভোমরা বন্দরের আমদানিকারক ও জেলার সুলতান বড়বাজারের মসলা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোমরা বন্দরের আমদানি-রফতানি স্থবির হয়ে পড়েছে। বন্দরের ইন্টারনেটভিত্তিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছেন না। এর নেতিবাচক প্রভাব পড়েছে পণ্যের আমদানি ও রফতানির ওপর। তারা জানান, কয়েক দিন ধরে সব ধরনের মসলাপণ্যের আমদানি ব্যাহত হচ্ছে। কিন্তু পর্যাপ্ত মজুদ থাকায় কিছুদিন সংরক্ষণ করা যায়, এমন মসলাপণ্যের দাম অপরিবর্তিত। তবে দ্রুত পচনশীল হওয়ায় আদার দাম বেড়েছে।

ভোমরা বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু হাসান বণিক বার্তাকে জানান, ইন্টারনেটসেবা না পাওয়ায় বন্দরের আমদানি-রফতানি ব্যাহত হচ্ছে। ফলে পচনশীল পণ্য হিসেবে আদার দাম বেড়েছে। এক সপ্তাহ আগে আদা পাইকারিতে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। এখন বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

অন্যদিকে জেলার সুলতানপুর বড়বাজারের খুচরা মসলা বিপণন প্রতিষ্ঠান শাওন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজর আলী জানান, গতকাল খুচরা বাজারে আদা কেজিপ্রতি ২৬০-২৬৫ টাকায় বিক্রি হয়েছে, যা একদিন আগে ছিল ২৪০ টাকা। হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে ফজর আলী জানান, পাইকারিতে মূল্যবৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় এর প্রভাব খুচরা বাজারে পড়েছে।

এদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধের বিষয়টি দীর্ঘায়িত হলে বাজার পরিস্থিতি আরো অস্থিতিশীল হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মজুদ ফুরিয়ে এলে অন্য মসলাপণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

জেলার কৃষি বিপণন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম আব্দুল্লাহ বলেন, ‘‌আমদানি কমায় আদার দাম কিছুটা বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আরও