গুরুতর মানসিক অসুস্থ ব্যক্তিদের মানসিক সেবা নিশ্চিতে ট্রান্সফর্ম গবেষণা

একটি সুস্থ জাতি গঠনের জন্য বাংলাদেশের বস্তিতে গুরুতর মানসিক অসুস্থ ব্যক্তিদের জন্য বিজ্ঞানভিত্তিক মানসিক সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা।

একটি সুস্থ জাতি গঠনে বাংলাদেশের বস্তিতে গুরুতর মানসিক অসুস্থ ব্যক্তিদের জন্য বিজ্ঞানভিত্তিক মানসিক সেবা  নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি ঢাকায় হলিডে-ইন হোটেলে টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের ট্রান্সফর্ম প্রজেক্ট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

আলোচকরা দেশের স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞ,ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, জনস্বাস্থ্য  বিশেষজ্ঞ, গবেষক ও মানসিক স্বাস্থ্য সেবায়  নিয়োজিত ব্যক্তিবর্গ  আমাদের দেশের মানসিক স্বাস্থ্যসেবায় যে বিশাল গ্যাপ রয়েছে তা কমানোর জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ,  তথ্যভিত্তিক গবেষণা এবং একটি  শক্তিশালী পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন।

 ‘এক্সেস টু কেয়ার ফর সিরিয়াস মেন্টাল ডিসওর্ডার ইন স্লাম – দ্যা ট্রান্সফর্ম-বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্পের অধীনে আয়োজিত বিশেষজ্ঞ দল এবং স্টেক-হোল্ডারদের মধ্যে আলোচনা সভায় তারা এই আহ্বান জানান।

ট্রান্সফর্ম-বাংলাদেশ ইতোমধ্যে কড়াইল বস্তিবাসীর উপর একটি নৃতাত্ত্বিক গবেষণা সম্পন্ন করেছে। এই গবেষণার ফলাফলের ভিত্তিতে বস্তি সম্প্রদায়ের ঐতিহ্যগত এবং বিশ্বাস-ভিত্তিক সেবাদানকারী এবং কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের জন্য একটি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফর্ম বাংলাদেশের প্রধান গবেষক ডা. তানজির রশিদ সরণ। এ সময় আরো উপস্থিত ছিলেন,  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. গোলাম রাব্বানি, প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট-এর প্রেসিডেন্ট আজিজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ডা. অভ্র দাস ভৌমিক, প্রফেসর কামাল চৌধুরী নাহিদ মাহজাবীন মোর্শেদ প্রমুখ। এছাড়া স্বাস্থ্য অধিদফতর, আইসিডিডিআর,বি, ইউল্যাব ও সাজেদা ফাউন্ডেশনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আরও