বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডান চোয়াল ও কান এখনো অবশ

গত ১৫ জুলাই দিবাগত রাতে জাবিতে ছাত্রলীগ ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলা হলে প্রো-ভিসির বাসভবনের দিকে যাই।

গত ১৫ জুলাই দিবাগত রাতে জাবিতে ছাত্রলীগ ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলা হলে প্রো-ভিসির বাসভবনের দিকে যাই। সেখানে আমাদের সঙ্গে এক সহকারী পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ সদস্য আশ্রয় নেয়। তখন আমরা কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। চারদিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল। যখন দৌড়াচ্ছিলাম তখন কোনো আন্দোলনকারী, শিক্ষার্থী বা বহিরাগত কেউ আমাদের সঙ্গে ছিলেন না। পেশাগত কাজের সুবাদে পুলিশ কর্মকর্তারা আমাদের চিনতেন। আমরা হাত উঁচিয়ে আইডি কার্ড দেখিয়ে সাংবাদিক সাংবাদিক বলে চিৎকার করেছি। পুলিশ আমাকে ছররা গুলি করলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তলপেট, বুক, কাঁধ, গলা ও ঘাড় থেকে প্রায় ২০টি ছররা গুলি বের করা হয়েছে। এখনো ১৬টি রয়েছে। একদিকে মানসিকভাবে বিধ্বস্ত, অন্যদিকে ডান কান ও চোয়ালের স্থানে টিএম জয়েন্ট সরে যাওয়ায় ব্যথা। পাশাপাশি ওই জায়গাও অবশ।

মেহেদী মামুন

শিক্ষার্থী ও সাংবাদিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আরও