দেয়ালে দেয়ালে বিদ্রোহগাথা

বেরোবি জুড়ে রক্তঝরা বিজয় ও বিপ্লবের চিহ্ন

দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে রংতুলির আঁচড়ে বদলে গেছে সব দেয়াল। নীল-সাদা দেয়ালের ওপর লাল তুলির আঁচড়ে এ বর্ণগুলোকে দেখলে মনে হবে কেউ যেন রক্ত দিয়ে লিখে রেখেছে।

দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে রংতুলির আঁচড়ে বদলে গেছে সব দেয়াল। নীল-সাদা দেয়ালের ওপর লাল তুলির আঁচড়ে এ বর্ণগুলোকে দেখলে মনে হবে কেউ যেন রক্ত দিয়ে লিখে রেখেছে। শিহরণ জাগানো এ দেয়ালচিত্রে চোখ পড়ে যায় সহজেই। এক রাজা যায় তো আরেক রাজা আসে। কিন্তু তাতে পটের বদল হয় না। রক্ত দিয়ে যেতে হয় শুধু সাধারণের। আর শিল্পী যেন সেই রক্তবর্ণ এঁকেই পথচারীকে সাবধান করে দিতে চাইলেন। জিতে গেলেও যেন প্রতিবাদী হতে ভুলে না যাই, সে বার্তাই যেন আবার স্মরণ করিয়ে গেলেন।

বলছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা। রংতুলির আঁচড়ে দেয়ালগুলো যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। তারুণ্যের স্লোগান, সমসাময়িক ঘটনার প্রতিচ্ছবি ও আগামীর বাংলাদেশের নানা চিত্র। দেয়ালচিত্রে ফুটিয়ে তুলেছেন পুলিশের গুলিতে শহীদ শিক্ষার্থী আবু সাঈদের বুলেটের সামনে বুক চিতিয়ে থাকার বীরত্বগাথা। চিত্রকর্মে ফুটে উঠেছে ‘২৪-এর তারুণ্য’, রক্তাক্ত জুলাই ২০২৪, স্বাধীনতা এনেছি সংস্কারও আনব, ধর্ম যার যার; বাংলাদেশ সবার, আমরা হার মানব না, দেশটা আমাদের সবার, দেশকে ভালোবাসলে আগলে রেখো, সংস্কার করবে কে?, আমরাই বিকল্প, ‘খেটে বড় হও, চেটে নয়’, ‘হোক প্রতিবাদ’, ভেঙে ফেল কর রে লোপাট বিভিন্ন স্লোগান।

কিছুদিন আগেও পোস্টারে ঢেকে থাকা দেয়ালগুলোয় স্থান পেয়েছে নানান চিত্র, গ্রাফিতি ও ক্যালিগ্রাফি। একঝাঁক তরুণ শিক্ষার্থী রংতুলি নিয়ে প্রাণে-প্রাণ মিলিয়ে দেয়ালগুলোয় সরকারের পতন, লাল-সবুজের বাংলাদেশ, দুর্নীতি, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বাঁধভাঙা জোয়ারের প্রতিচিত্র ফুটিয়ে তুলছেন। তুলে ধরেছেন আবু সাঈদের সাহসিকতা ও বিপ্লবের পদচিহ্ন। সাধারণ শিক্ষার্থীদের শিল্পকর্মে তারুণ্যের এ জোয়ারকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের সাধারণ মানুষজন। আবু সাঈদ এ প্রজন্মকে দেখিয়ে দিয়েছেন কীভাবে বুক চিতিয়ে লড়াই করতে হয়। তাকে পুলিশ যেভাবে হত্যা করেছে, সে চিত্র আজ দেয়ালে দেয়ালে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আগুনের ফুলকি আবু সাঈদ ধরিয়ে দিয়ে ছাত্র-জনতার মাঝে বুলেটের সামনে বুক চিতিয়ে লড়াই করার সাহস জাগিয়ে গেছেন তা ইতিহাসের পাতায় অম্লান থাকবে।

আরও