দুর্যোগ-দুর্দিনে দেশবাসীর পাশে থাকবে সরকার - ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, ‘দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, ‘দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে। আলেম-ওলামারাও পাশে থাকবেন। আমরা লক্ষ করেছি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।’

গতকাল সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘ফেনীতে বেসরকারি উদ্যোগে ১ কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ হচ্ছে। সেখানেও সরকারি উদ্যোগে কাজ চলছে। চলমান পরিস্থিতি থেকে আমরা দ্রুত মুক্তি পাব।’

এর আগে আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে ধর্ম উপদেষ্টা ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী ও ঢেউটিনসহ ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করেন।

আরও