খুলনা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

ঝালকাঠিতে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝালকাঠির রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু হলে প্রায় ৩ ঘণ্টা ধরে খুলনা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঝালকাঠির রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু হলে প্রায় ৩ ঘণ্টা ধরে খুলনা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে কয়েক দফা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী। এ আন্দোলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেয়। কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষকরাও একাত্মতা ঘোষণা করেছে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এছাড়া জানমালের যাতে কোনো ক্ষতি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

আরও