চাঁদপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে

চাঁদপুর সদর উপজেলার কল্যান্দী গ্রামে হিট স্ট্রোকে মো. রুহুল আমিন ভাট (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার কল্যান্দী গ্রামে হিট স্ট্রোকে  মো. রুহুল আমিন ভাট (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার  (২৮ এপ্রিল) মো. রুহুল আমিনভাট  প্রতিদিনের ন্যায় সদর উপজেলার  কল্যান্দী গ্রামের খালের পাড়ে কৃষি কাজ করতে গিয়ে সকাল ১১.৩০টার দিকে  জমিতেই হিট স্ট্রোক করেন। তাৎক্ষণিক লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর হাসপাতালের ডা. মুনসুর জানান, ‘‌হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার হার্টে সমস্যা ছিল। যেহেতু মাঠে কাজ করছিল এতে গরম থেকে হার্ট অ্যাটাক হতে পারে বলে জানান। এছাড়া কিছু বলতে পারছি না।’
তিনি এলাকার লতিফ ভাট মেম্বারের ছেলে। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সে একজন কৃষক ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও