সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নওগাঁয় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী, বরগুনা ও গাজীপুরে আরো তিনজন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নওগাঁ: গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন দুই বন্ধু সারাফাত হোসেন (২২) ও মনিরুল ইসলাম (২৩)। পথে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের ধনজইল মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে দুই বন্ধু ঘটনাস্থলেই মারা যান।

নিহত সারাফাত হোসেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে। মনিরুল ইসলাম শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। মহাদেবপুর থানার ওসি হাসমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে লাবিব (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের আমিরাবাদ এলাকায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব কুয়াকাটার জাকারিয়া জাহিদের ছেলে।

বরগুনা: মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। গতকাল বিকালে সদর উপজেলার ঘটবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে। তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।

গাজীপুর: টঙ্গীতে প্রাইভেট কারচাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও