যশোরে ব্যক্তিগত নলকূপের বিল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার

স্থানীয়দের আন্দোলনের মুখে যশোর পৌরসভায় ব্যক্তিগত নলকূপের বিল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ওই বিল আরোপের প্রতিবাদে গতকাল সকালে পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে ৩০০ টাকার ওই বিল প্রত্যাহারের ঘোষণা দেন মেয়র হায়দার গণি খান পলাশ। এছাড়া অন্যান্য দাবি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

স্থানীয়দের আন্দোলনের মুখে যশোর পৌরসভায় ব্যক্তিগত নলকূপের বিল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ওই বিল আরোপের প্রতিবাদে গতকাল সকালে পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে ৩০০ টাকার ওই বিল প্রত্যাহারের ঘোষণা দেন মেয়র হায়দার গণি খান পলাশ। এছাড়া অন্যান্য দাবি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। 

আন্দোলনকারীরা জানান, পৌর কর্তৃপক্ষ সম্প্রতি পানির বিলের সঙ্গে ব্যক্তিগত নলকূপের জন্য মাসে ৩০০ টাকা হারে বিল ধার্য করে। ১ মার্চ থেকে এটি পরিশোধের জন্য বাড়ি বাড়ি বিলের কপিও পৌঁছে দেয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৭ ফেব্রুয়ারি এক মতবিনিময় সভায় মিলিত হন স্থানীয় বাসিন্দারা। ওই সভা থেকে এ ধরনের বিল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। এছাড়া অস্বাভাবিক পৌর কর বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী, গতকাল পৌরসভায় অবস্থান ও স্মারকলিপি প্রদানের দিন ধার্য ছিল। এদিন বেলা ১১টা থেকে কয়েকশ মানুষ পৌর এলাকায় অবস্থান কর্মসূচি পালন শুরু করে। দুপুর ১২টার দিকে পৌর কার্যালয়ে প্রবেশের আগে আন্দোলনরত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র হায়দার গণি খান পলাশ। এ সময় ব্যক্তিগত নলকূপের বিল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

আরও