কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া অস্ত্রের খণ্ডিত অংশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি জলাশয় থেকে আগুনে পোড়া দুটি বন্দুকের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি জলাশয় থেকে আগুনে পোড়া দুটি বন্দুকের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামে রাস্তার পাশে জলাশয় থেকে এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধার করা বন্দুক দুটি মডেল থানার। 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, মহিষাখোলা গ্রামের কৃষক মো. জালাল উদ্দীন (৪৮) পাট ধুতে নামেন ওই জলাশয়ে। তিনি কোমর পর্যন্ত পানিতে ছিলেন। এ সময় তার পায়ের নিচে শক্ত কিছু পড়লে হাত দিয়ে সেটি তুলে আনেন। পরে দেখতে পান একটি বন্দুক। খোঁজাখুঁজির পর আরো একটি বন্দুক পান তিনি। স্থানীয়রা খবর দিলে কুমারখালী থানা পুলিশ অস্ত্র দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্রগুলো কুষ্টিয়া মডেল থানায় জমা দেয়া হবে।

আরও