বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বেতন বাড়ানো এবং তা প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বেতন বাড়ানো এবং তা প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

গতকাল দুপুরে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। প্রায় ১ ঘণ্টা পর বেলা ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তালহা স্পিনিং মিলের আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার শ্রমিকদের প্রতি মাসের ২০ তারিখে বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ। তারা বারবারই প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেসিক বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও যারা টেক্সটাইল শ্রমিক হিসেবে আছেন তাদের বেসিক বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। তারা এসব বিষয় কারখানা কর্তৃপক্ষের নজরে আনলেও শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে।

শ্রমিক মেহেদী হাসান, অনুপম ও রাব্বি জানান, তারা এখানে ঘর ভাড়া নিয়ে থাকেন। পুরো মাসে মুদি দোকান থেকে বাকিতে দৈনন্দিন পণ্য কেনেন। বেতন পেয়ে বিল পরিশোধ করেন। কারখানা থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন না দিলে তারা ঘর ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারেন না। এ নিয়ে দোকান মালিক ও বাড়ির মালিকদের কথা শুনতে হয়। তাদের দুর্ভোগের কথা কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা তা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না। 

শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মিনহাজ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও