মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান

১১ গডফাদার ও ৮৯ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ

গত ৪ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী যৌথ বাহিনীর ৫ হাজার ২৬৪টি বিশেষ অভিযানে ১ হাজার ১৯৮টি মামলা দায়েরসহ ১ হাজার ২৯৯ জনকে গ্রেফতার করেছে ডিএনসি। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন গডফাদারসহ ৮৯ জন শীর্ষ মাদক কারবারি রয়েছেন।

অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক গডফাদার, কারবারিসহ সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী যৌথ বাহিনীর ৫ হাজার ২৬৪টি বিশেষ অভিযানে ১ হাজার ১৯৮টি মামলা দায়েরসহ ১ হাজার ২৯৯ জনকে গ্রেফতার করেছে ডিএনসি। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন গডফাদারসহ ৮৯ জন শীর্ষ মাদক কারবারি রয়েছেন।

আজ সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এ সকল তথ্য জানান।

অভিযানে ৩ লাখ ৯ হাজার ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ দশমিক ৭৬০ কেজি হেরোইন, ১ দশমিক ১ কেজি আইস, ৩ হাজার ৭৭৪ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৪১৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ, ২ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ৫ হাজার ৭৯১ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩৮০ লিটার চোলাই মদ, ৬৬৪ দশমিক ২ কেজি গাঁজা, ৪ হাজার ২২২ এমপুল ইনজেকশন, ১টি শটগান, ৫১ রাউন্ড গুলি, ৯টি যানবাহন এবং নগদ ২১ লাখ ১১ হাজার ৭৮০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, অবৈধ মাদক উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান শুরু করে।

আরও