রাঙ্গামাটিতে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক কর্মশালা

রাঙ্গামাটিতে ভূ-উপরিস্থ পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সভাকক্ষে প্রকল্পেরটেকনোলজিক্যাল ম্যাপ প্রস্তুত স্থান চূড়ান্তকরণবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক এএইচএম খালেকুর রহমান পরামর্শক আরিফ রেজা। কর্মশালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন। কর্মশালায় রাঙ্গামাটির বিভিন্ন স্থানের পানির স্তর শনাক্তকরণ স্থান চূড়ান্তকরণ বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভূ-উপরিস্থ পানি শোধনাগারের মাধ্যমে পার্বত্য জেলা রাঙ্গামাটি, বাগেরহাট ফরিদপুর জেলায় নিরাপদ পানি সরবরাহ করা যাবে। রাঙ্গামাটিতে মূলত ছড়ার পানি পরিশোধন করে পানের উপযোগী করা হবে। প্রকল্প গ্রহণের মাধ্যমে এক মিনিটে ১৫ লিটার পরিশোধন করা যাবে। প্রকল্পের মাধ্যমে পার্বত্য এলাকার নিরাপদ পানি সংকট অনেকটাই নিরসন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও