ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নসরাল্লাহ নিহত

ইসরায়েলের হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নসরাল্লাহ নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় মৃত্যু হয় তার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি। ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ভাষ্য, হাসান নসরাল্লাহকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়, তাতে হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডারও নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নসরাল্লাহ নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় মৃত্যু হয় তার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি। ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ভাষ্য, হাসান নসরাল্লাহকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়, তাতে হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডারও নিহত হয়েছেন। 

আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি গতকাল এক ভিডিও বার্তায় বলেন, ‘এখানে বার্তা খুব পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে, তাদের কীভাবে খুঁজে বের করতে হয়, সেটা আমরা জানি। সেটা উত্তরে, দক্ষিণে কিংবা আরো দূরে হলেও আমরা খুঁজে পাব।’

৩২ বছর বয়সে হিজুবল্লাহপ্রধানের দায়িত্ব পাওয়া হাসান নসরাল্লাহর জন্ম ১৯৬০ সালে। তার বেড়ে ওঠা বৈরুতের বুর্জ হামুদ উপকণ্ঠে। বাবা আবদুল করিম ছিলেন একজন সবজি বিক্রেতা। 

আইডিএফ বলছে, দক্ষিণ বৈরুতে নসরাল্লাহসহ হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এ জায়গা হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আইডিএফ তাদের এক্স প্লাটফর্মে লিখেছে, হাসান নসরাল্লাহ পৃথিবীতে আর কোনো আতঙ্ক ছড়াতে পারবেন না।

১৯৭৫ সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে শিয়া মুভমেন্ট ‘আমাল’-এ যোগ দেন নসরাল্লাহ। পরে ১৯৮২ সালে আরো কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। 

গতকাল হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, আমাদের সেক্রেটারি জেনারেল হাসান নসরাল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর লড়াই অব্যাহত থাকবে। লড়াই অব্যাহত থাকবে ফিলিস্তিনের সমর্থনেও।

ইসরায়েলি বাহিনী বেশ কয়েক দিন ধরে লেবাননের বিভিন্ন জায়গায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। তারা দাবি করছে, হিজবুল্লাহকে কাবু করতে তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।

হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল পুরোদমে হামলা শুরুর সপ্তাহ খানেক আগে লেবাননে পেজার, ওয়াকিটকিসহ নানা ধরনের তারহীন যন্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার ও রেডিও ডিভাইস বিস্ফোরণ হওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়। আহত হয় হাজার হাজার মানুষ।

আরও