যখন মনে হবে সত্যি মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে, তখনই নির্বাচন চাইব: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাষ্ট্র সংস্কারের পর যখন মনে হবে সত্যি মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে, তখনই নির্বাচন চাইব। অনুভব করতে চাই টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাষ্ট্র সংস্কারের পর যখন মনে হবে সত্যি মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে, তখনই নির্বাচন চাইব। অনুভব করতে চাই টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না। টাকার জোরে কেউ গুন্ডা বা পুলিশ কিনতে পারবে না। পুলিশকে সংস্কার করে নতুনভাবে সাজাতে হবে। আমাদের কাছে ক্ষমতার লালসা নাই যে ছয় মাসের মধ্যে ভোট করে দিতে হবে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, তারা কেউ রাজনীতিবিদ নন। আমাদের সমর্থন নিরঙ্কুশ না হলেও সমর্থনটা চালিয়ে যেতে চাই। যতদিন রাষ্ট্র সংস্কারে সময় লাগে, ততদিন আমরা সমর্থন রাখতে চাই।

তিনি বলেন, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ চার-পাঁচজন পালিয়েছেন। পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তার খবর নেই। বহু থানাতে ওসি নেই। অত্যাচারের মাত্রাটা এত বেশি ছিল যে এখন তারা মানুষের সামনে দাঁড়াবার সাহস পায় না। আমরা চাই পুলিশ সত্যিকার জনগণের বন্ধু হোক।

মাহমুদুর রহমান মান্না বলেন, বীর সাহসী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। যারা এ আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে গেছেন। আমরা রাজনৈতিক দলগুলো জমি তৈরি করেছিলাম ঠিক। ত্যাগ, তিতিক্ষা, অত্যাচার-নিপীড়ন কম সয়েছি তা নয়। এরপরও এ আন্দোলনকে বিজয়ের দরজায় আনতে পারিনি। কিন্তু শিক্ষার্থীরা তা পেরেছে।

তিনি আরো বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি টাকা শেখ হাসিনা লুট করেছে। লুটেরা সরকার ১৫ বছর আমাদের ওপর দাপট দেখিয়েছে। তারা সব সময় প্রচার করেছে, আমরা নাকি দেশের ক্ষতি করেছি। এখন মানুষ তার জবাব দিয়েছে। তিনি আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

নাগরিক ঐক্য রংপুর জেলা আহ্বায়ক মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব প্রমুখ।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের রংপুর জেলা ও মহানগরের নেতা-কর্মী ছাড়াও বিএনপির সাবেক সংসদ সদস্য সাহিদার রহমান জোৎস্না উপস্থিত ছিলেন। এরপর মাহমুদুর রহমান মান্না দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রংপুরের পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

আরও