মারা গেছেন ভারতীয় শিল্পপতি রতন টাটা

ভারতের শিল্পপতি টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টাটা সন্সের চেয়ারম্যান এস চন্দ্রশেখরণ।

বার্ধক্যজনিত কারণে রতন টাটা মারা গেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। গত ৬ অক্টোবর মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বvইয়ের ওই হাসপাতালে। চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি। সুস্থ আছেন বলে নিজেই জানান রতন টাটা। তাকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান। কিন্তু গতকাল ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তার। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। রাতেই এ বিজনেস আইকনের মৃত্যুর খবর এল।

তার মৃত্যুর পর শোক জানিয়ে এক্সে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। ১৯৫৯ সালে স্থাপত্য নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন কর্নেল ইউনিভার্সিটিতে। সত্তরের দশকে টাটা গ্রুপে ম্যানেজারের দায়িত্ব পান রতন টাটা। জেআরডি টাটা ১৯৯১ সালে টাটা সন্সের দায়িত্ব ছাড়লে রতন টাটাকে উত্তরাধিকারী ঘোষণা করা হয়। প্রথমে তাকে নিয়ে আপত্তি ছিল সংস্থার অন্দরে। কিন্তু সময়ের সঙ্গে গ্রহণযোগ্যতা বাড়ে তার।

যে ২১ বছর রতন টাটার হাতে গ্রুপের দায়িত্ব ছিল, তাতে সংস্থার আয়বৃদ্ধি হয় ৪০ গুণ, মুনাফা বাড়ে ৫০ গুণ। বয়স ৭৫ হওয়ার পর ২০১২ সালে টাটা গ্রুপের নির্বাহী ক্ষমতা ছেড়ে দেন রতন টাটা। ফের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফেরেন রতন টাটা। এরপর ২০১৭ সালে নটরাজন চন্দ্রশেখরণকে টাটা সন্সের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ঘোষণা করা হয়।

আরও