গাজীপুর সিটি নির্বাচন

প্রার্থী হওয়ায় বিএনপির ৩০ নেতাকে শোকজ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ৩০ নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ৩০ নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

শোকজ পাওয়া ৩০ জন মহানগরী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নগরীর ১৫ নং ওয়ার্ড থেকে মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। 

এদিকে, বিএনপির কোনো নেতা-কর্মী মেয়র পদে অংশ না নিলেও বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা সরকার শাহনুর ইসলাম রনি ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই শোকজ নোটিসে সই করেন। ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

আরও