পাহাড়ে মাল্টিমিনারেল সমৃদ্ধ খাদ্য সরবরাহ করতে চায় ডব্লিউএফপি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি দল। গতকাল ঢাকার বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন ডব্লিউএফপির প্রতিনিধিরা। এ প্রকল্পের অধীনে ২৫ হাজার উপকারভোগীকে মাল্টিমিনারেলসমৃদ্ধ খাদ্য সরবরাহ করা হবে, যা বিশেষ কার্নেল দানা মিশ্রিত হবে।

ডব্লিউএফপি জানায়, ১০০ গ্রাম চালের মধ্যে ১০টি কার্নেল দানা মিশিয়ে খিচুড়ি তৈরি করা হলে এটি মাল্টিমিনারেল শক্তিসমৃদ্ধ খাদ্যে পরিণত হবে। এতে থাকবে প্রচুর পরিমাণে আয়রন, আয়োডিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। পার্বত্য চট্টগ্রামে এ প্রকল্প বাস্তবায়নে ডব্লিউএফপির প্রতিনিধি দল উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহযোগিতা চান।

সুপ্রদীপ চাকমা ডব্লিউএফপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও তাদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। দুর্গম এলাকার পাড়া সেন্টারগুলো পরিদর্শন করে সেখানকার গর্ভবতী নারী, কিশোরী এবং শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করা জরুরি।’

তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়নের পরামর্শ দেন।

সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম শামিমুল হক ছিদ্দিকী, যুগ্ম সচিব কংকন চাকমা ও সজল কান্তি বণিক।

আরও