বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণমিছিল

বরগুনার বেতাগীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ ও গণমিছিল করেন। তাঁদের মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বরগুনার বেতাগীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ গণমিছিল করেন। তাঁদের মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রোববার ( আগষ্ট) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেতাগী উপজেলার চান্দখালী বাজারে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হন। সময় মাথায় লাল কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে নানা সমাবেশে শিক্ষার্থীরা সরকারের পদত্যাগ না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের কারণে কয়েক ঘণ্টার জন্য ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ কোনো প্রকার বাধা দেয়নি। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আরও