চট্টগ্রামে বাংলার সৌরভে আগুনের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনায় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। গতকাল শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিপিসির সচিব আবু সাফায়াৎ মো. শাহেদুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী কর্মদিবসের মধ্যে অগ্নিদুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান এবং ধরণের দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালককে জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফকে সভাপতি সংস্থাটির মহাব্যবস্থাপক মঈন উদ্দিন আহাম্মদ মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিপিসি ইআরএলের দুইজন উর্দ্ধতন কর্মকর্তাসহ বিএসসির পরামর্শক ক্যাপ্টেন রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. আহসান-উল-করিম, মহাব্যবস্থাপক ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, মহাব্যবস্থাপক মঈন উদ্দিন আহাম্মদ মজুমদার।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে বিএসসি’র মালিকানাধীন জাহাজ বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা অপরিশোধিত ১১ হাজার টন জ্বালানীর কোনো ক্ষতি না হলেও একজনের প্রাণহানি হয়েছে।

আরও