কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিশুসহ নিহত ৬, গুলিবিদ্ধ অনেকে

কুষ্টিয়ায় আজ সোমবার (৫ আগস্ট) পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত এবং গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। দুপুরে কুষ্টিয়া মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় আজ সোমবার (৫ আগস্ট) পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত এবং গুলিবিদ্ধ হয়েছেন নাম না জানা অনেকেই। দুপুরে কুষ্টিয়া মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে বারোটার দিকে শহরের মজমপুর গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ঘটে। এ সময় পুলিশ কয়েক দফা টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। বেলা ১টার পর আন্দোলনকারীদের অপর একটি অংশ কুষ্টিয়া মডেল থানায় হামলা চালায়। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের হটাতে ব্যর্থ হয়। পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে। তবে এমন পরিস্থিতিতেও আন্দোলনকারীরা পিছু হটেনি। খবর পেয়ে সেনা সদস্যরা এসে মডেল থানার সব পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।


এরপর পরপরই আন্দোলনকারীরা থানার ভেতর একটি আবাসিক ভবনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পুড়িয়ে দেয়া হয় ভবনের সামনে থাকা ৮-১০টি মোটরসাইকেল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, বেলা দুটোর পর আন্দোলনকারীদের আরেকটি গ্রুপ কুষ্টিয়া পুলিশ লাইনে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি চালায়। এতে বহু মানুষ গুলিবিদ্ধ হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে রয়েছেন শহরের থানাপাড়া এলাকার ইউসুফ আলী (৭০), লোকমানের ছেলে আব্দুল্লাহ (১৩), সদর উপজেলার হরিপুর এলাকার নওশের আলীর ছেলে বাবু (৪০) ও কফিলুদ্দিনের ছেলে আশরাফ (৪২)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

আরও