যশোরে জমা হয়নি ৯৫ অস্ত্র ও ১ হাজার রাউন্ড গুলি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে যশোরে ৩৬৫টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ২৭০টি। তবে এখনো ৯৫টি অস্ত্র জমা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে যশোরে ৩৬৫টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ২৭০টি। তবে এখনো ৯৫টি অস্ত্র জমা হয়নি। একই সঙ্গে প্রায় এক হাজার রাউন্ড গুলিও জমা পড়েনি। কয়েকজন আওয়ামী লীগ নেতার অস্ত্র লুট হওয়া ও আত্মগোপনে থাকায় তা জমা দিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ জমা না দেয়ায় সব অস্ত্রই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যেকোনো সময় যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

অবৈধ অস্ত্রসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে গতকাল জরুরি বৈঠক করেছেন যৌথ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে যৌথ অভিযান চালানোর রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় সব অস্ত্রই অবৈধ হিসেবে গণ্য করা হবে।

আরও