রাবির নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরে প্রশাসক নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। ৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের পর গতকাল দুপুরেই তারা নিজ নিজ দপ্তরে যোগদান করেছেন। নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন নতুন এ কর্মকর্তারা।

নবনিযুক্ত জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি করেন। ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

আরও