গোপালগঞ্জে ৮১ হাজার হেক্টরে বোরো চাষের লক্ষ্য

গোপালগঞ্জে এবার ৮১ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গোপালগঞ্জে এবার ৮১ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মধ্যে ৪ হাজার ৬৬৯ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করেছেন কৃষক। এখন জমি চাষ দিয়ে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে জেলায় বোরো ধান রোপণের ৮০ শতাংশ কাজ শেষ হবে। বাকি ২০ শতাংশ জমি নিম্নাঞ্চল ও জলাবদ্ধ হওয়ায় একটু দেরিতে রোপণ করা হবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার বণিক বার্তাকে বলেন, ‘গোপালগঞ্জ সদর উপজেলায় ২০ হাজার ৯৩৮ হেক্টর, মুকসুদপুর উপজেলায় ১৩ হাজার ৩০৬, কাশিয়ানীতে ১১ হাজার ৭৩৬, কোটালীপাড়ায় ২৬ হাজার ৪৯৯ ও টুঙ্গীপাড়ায় ৮ হাজার ৯০১ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুণ্ডু বণিক বার্তাকে বলেন, ‘গোপালগঞ্জে ধানের আবাদ বাড়ানোর জন্য সরকার পাঁচ উপজেলার ৭০ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছে। এর মধ্যে ৪০ হাজার কৃষককে দুই কেজি করে মোট ৮০ হাজার কেজি হাইব্রিড ধানবীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া ৩০ হাজার কৃষককে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল ধানবীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। এসব বীজ ও সার দিয়ে ৭০ হাজার কৃষক চাষাবাদ করবেন। নভেম্বরেই এসব সার ও বীজ প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে।’

কৃষক দেবদাষ মণ্ডল বলেন, ‘সময়মতো বীজ ও সার হাতে পেয়ে গত বছরের তুলনায় অধিক জমি বোরো ধান চাষের আওতায় এসেছে।’

আরও